Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চিম্বুক
স্থান
টংকাবতী ইউনিয়ন
বিস্তারিত

চিম্বুকঃসমুদ্রপৃষ্ঠ হতে আনুমানিক ২,৪০০ ফুট উঁচু চিম্বুক পাহাড় চুড়া। সমতল থেকে যে পাহাড়গুলোকে অনেক উঁচু মনে হয়,চিম্বুক পাহাড়ের চুড়া থেকে সেগুলোকে মনে হবে ছোট ছোট টিলার মত। চিম্বুক পাহাড়ের অপরূপ সৌন্দর্য্য স্বচক্ষে  দেখলে মন প্রাণ ভরে যাবে। চিম্বুক পাহাড় থেকে রৌদ্র উজ্জ্বল দিনে কক্সবাজারের সমুদ্র পর্যমত্ম দেখা যায়। পাহাড়ি অাঁকাবাকা পথে সর্পিল গতিতে চিম্বুক পাহাড়ের দিকে যেতে যেতে অধিকাংশ পর্যটকই ‘‘চিম্বুককে বাংলার দার্জিলিং’’ হিসেবে  আখ্যায়িত করেন। এর সবচেয়ে বড় আকর্ষণ- বর্ষাকাল। ভারী মেঘ তখন নীচে নেমে এসে পর্যটককে কুয়াশাচ্ছন্ন করে ফেলে। মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া কল্পনার ব্যাপার হলেও এখানে তা সত্যি হয়ে যায় কখনো কখনো। চিম্বুক পাহাড়ের চুড়া থেকে সূর্যোদয় ও সূর্যাসত্ম দেখাও একটি লোভনীয় ব্যাপার। এখানে রয়েছে- টিএন্ডটির একটি বেইস স্টেশন ও একটি টাওয়ার এবং সড়ক ও জনপথ বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দুটি রেস্ট হাইজ রয়েছে। চিম্বুক যেতে যেতে চোখে পড়বে ‘‘ ম্রো’’ উপজাতীয়দের গ্রাম। ঠিক যেন ছবির মত। এর আশেপাশে হালকা খাবার পাওয়া যায়।