Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
৫ নং টংকাবতী ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

অবস্থান: বান্দরবান সদর উপজেলা অফিস ও জেলা অফিস হইতে ৩৫.০০ কি.মি

স্থাপন কালঃ-১৯৮৪খ্রিঃ সালে।

ইউনিয়ন পরিষদ পরিচিতিঃ

ক) আয়তন-১৫২.৬৮ বর্গকিলোমিটার।

খ) লোকসংখ্যা-৯,৩০১ জন।

গ) গ্রামের সংখ্যা -৬২ টি।

ঘ) মোট পরিবারের সংখ্যা ১৫৮০ টি।

ঙ) শিক্ষা হার-৫৫%

চ) আম্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত বাড়ি সংখ্যা-৯৮ টি।

টংকাবতী ইউনিয়ন পরিষদ 

৫ নং টংকাবতী ইউনিয়ন পরিষদ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে নিম্নস্তরের প্রশাসনিক ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এটি মূলত  একটি ইউনিয়ন (গ্রামের সমষ্টি) ভিত্তিক সরকারী প্রতিষ্ঠান,যার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ স্থানীয় প্রশাসন,উন্নয়ন এবং অংশগ্রহণ করতে পারে। ইউনিয়নের সীমানা উ: বান্দরবান সদর উপজেলা সুয়ালক ইউনিয়ন, দ : লামা উপজেলা সরই ইউনিয়ন, পূ: রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন এবং রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়ন, পঃ- লোহাগাড়া উপজেলার পদুয়া ও চরম্বা। অত্র টংকাবতী ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ ইন্টারনেট সংযুক্ত না থাকায় বান্দরবান সদরে অস্থায়ী কার্যালয় চালিয়ে সাধারণ জনগনের সেবা প্রদান করে থাকে।

যাতাযাতের ব্যবস্থা:

বান্দরবান সদর থেকে সুয়ালক,সুয়ালক থেকে লামা যাওয়ার মেইন রোড় পাশে । এবং চিম্বুক ১৬ মাইল থেকেও টংকাবতী ইউনিয়ন বিভিন্ন গাড়ি দিয়ে যাওয়া যায়।