Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভুমি উন্নয়ন কর ও বিভিন্ন ফি

 

পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি ১৯০০ অনুযায়ী এ জেলার ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। উক্ত শাসন বিধিমালার ৪৩ নং রুল অনুযায়ী বান্দরবান জেলার খাজনা আদায়ের হার নিম্নরূপ :

 

জমির শ্রেণী

একর প্রতি খাজনা

ত্রাণ কর

স্থানীয় কর

১ম শ্রেণী (ধান্য জমি)

৩/- টাকা

০.৫০/-

০.৩৬/-

২য় শ্রেণী (রবি শস্যের জমি)

·        বসতভিটা/বাড়িঘর/পুকুর

·        ডোবা/উঁচুতে সমতল স্থান

২/- টাকা

০.৫০/-

০.২৪/-

৩য় শ্রেণী (পাহাড়)

১/- টাকা

০.৫০/-

০.১২/-

 

উল্লেখ্য যে, বোমাং সার্কেল চীফ এবং হেডম্যানগণ ১ম ও ২য় শ্রেণীর জমির আদায়কৃত খাজনার কোন অংশ প্রাপ্য নয়। উক্ত টাকা সরকারের কোষাগারে জমা হয়। ৩য় শ্রেণী/ গ্রোভল্যান্ড জমি হতে আদায়কৃত খাজনা থেকে সরকার পায় ২১% বোমাং সার্কেল চীফ পান ৪২% হেডম্যান পান ৩৭%।

জুম চাষের জন্য পরিবার প্রতি ৬/- টাকা হারে খাজনা দিতে হয়। জুম চাষ থেকে আদায়কৃত খাজনার মধ্যে ১.২৫/- টাকা হারে সরকারের পাওয়া। বাকি টাকার মধ্যে বোমাং সার্কেল চীফ পান ২.৫০/- টাকা এবং সংশ্লিষ্ট মৌজা হেডম্যানগণ পান ২.২৫/- টাকা হারে।